মীর আসলাম (রাউজাননিউজ) ঃ
করোনা এই মহাদুর্যোগে অনাড়ম্বর পরিবেশে পালিত রাউজানের জন্মাষ্টমীর দুটি অনুষ্ঠানে সুভচ্ছো জানাতে গেলেন রাউজান এমপি ফজলে করিম চৌধুরী দুত রাউজান পৌরসভার প্যানেল মেয়র উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। তিনি রাউজান রাসবিহারী ধাম ও আধ্যপীঠ মন্দিরে গিয়ে রাউজানের অভিভাবক ফজলে করিম চৌধুরী এমপি ও তার পক্ষে শুভেচ্ছা জানান সনাতন ধর্মাবলম্বি নারী পুরুষের প্রতি। অনুষ্ঠানে প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ বলেন রাউজান এখন সকল সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ উপজেলা। মানুষ এই পরিবেশ ফিরে পেয়েছে ফজলে করিম চৌধুরীর দুই দশকের রাজনীতি ও ত্যাগের বিনিময়ে।
১১ আগষ্ট মঙ্গলবার বিকালে দুটি ধর্মীয় প্রতিষ্ঠানে উপস্থিত নারী পুরুষ ও শিশু ও অনাথ শিক্ষার্থীদের মাঝে এমপি ফজলে করিম চৌধুরী দেয়া খাদ্য সামগ্রী, নতুন কাপড় ও নগদ টাকা দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল করোনার সুরক্ষা সামগ্রী। বিতরন করেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
এসম অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান রাউজান উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী, সাবেক ছাত্রনেতা দিপলু দে, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, রাউজান উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, রাউজান উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। সনাতন ধর্মগুরুদের মতে ৩২২৮ খ্রিস্টাব্দে পূর্বাব্দে ১৯ জুলাই ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল। তিনি যাদব বংশের অবতার। এই ধারণা থেকে সম্প্রদায়ের অনুসারীগণ কৃষ্ণপক্ষের অষ্টমীতে জন্মাষ্টমীর অনুষ্ঠানাদি পালন করেন। এই ধর্মীয় রীতির ধারাবাহিকতায় রাউজান পালিত হয়েছে শ্রী কৃষ্ণের জন্ম তিথিতে জন্মাষ্টমী।
Add comment