সুমন উদ্দিন(রাউজান নিউজ) ঃ
দেশের সর্ববৃহৎ প্রাইভেট ইউনিভার্সিটি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এ অধ্যয়নরত রাউজান ছাত্রছাত্রীদের সংগঠন
রাউজান ছাত্রকল্যান সমিতি(আই আই ইউসি)’র উদ্যোগে ইফতার মাহফিল,নবীণবরণ এবং বিদায়ী সংবর্ধনা আয়োজন করা হয়।

বিগত বছরের ন্যায় এইবার ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়,উক্ত কমিটি ঘোষণা করেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ এবং ব্যবসা বিভাগের ডীন প্রফেসর ড: আবদুল হামিদ চৌধুরী।
এতে, কমিটিতে নতুন পদের মধ্যে মোহাম্মদ সাঈফ খোরশেদ কে সভাপতি এবং
মোঃ মফিজ উদ্দিন সুমন কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।

উক্ত প্রোগ্রামে এ বিষয়ে নবনির্বাচিত কমিটি একটি সফল বছর উপহার দেওয়ার জন্য রাউজানের ছাত্রছাত্রীদের(IIUC) আন্তরিক সহযোগীতা প্রত্যাশা করেন।
Add comment