রাউজান করোনা আইসোলেশন সেন্টারে আই.কিউ সার্টের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী প্রদান
রাউজান নিউজ ডেক্স ঃ
রাউজানে কোভিট-১৯ মোকাবেলার জন্য সুলতানপুর ৩১ শয্যা হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে ঢাকাস্থ আই.কিউ সার্ট ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, রাউজান নিউজে উপদেষ্ঠা এ.এইচ এম কামরুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে চিকিৎসা সামাগ্রী প্রদান করে।
৭ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ এর কাছে চিকিৎসা সামাগ্রী হস্থান্তর করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি, পৌরসভার প্যানেল মেয়র জমীর উদ্দীন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, সাংবাদিক মীর আসলাম, রাউজান নিউজ.কম.বিডি সম্পাদক কামরুল ইসলাম বাবু, নোয়াপাড়া টেনস্টার ট্রেড হাউস লিঃ এর পরিচালক মনছুর আহম্মেদ।
চিকিৎসা সামগ্রী মধ্যে ছিল- থার্মালমিটার, অক্সিমিটার, পিপিই, এন৯৫ মাস্ক, সার্জিকাল মাক্স, গ্লাস, চশমা।
Add comment