প্রদীপ শীল.রাউজান নিউজ: রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত। রাউজানে শহীদ বুদ্ধিজীবী দিবস-১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরী”র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার ,রাউজান উপজেলা সমাজ সেবা অফিসার মনির হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ্ ই জাহান, উপজেলা তথ্য অফিসার সুবর্ণা সুমাইয়াসহ আরো অন্যান্যরা।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment