অামির হামজা (রাউজান নিউজ) ♦
রাউজান উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোয়ন ফরম সংগ্রহ করছেন বাবুল”
সংসদ নির্বাচনে রেশ কাটতে না কাটতেই হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এবার চট্টগ্রামের রাউজানে টানা ৩য় বারের মত অা’লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।
গতকাল মঙ্গলবার বিকালে তিঁনি রাউজান উপজেলা নির্বাচন অফিস থেকে ঐ মনোনয়ন ফরম টি সংগ্রহ করেন।
উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী মধ্য চেয়ারম্যান পদে এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, ভাইস-চেয়ারম্যান পদে নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফৌজিয়া খানম মিনা। আ’লীগের পক্ষ থেকে অাগের ৩ প্রার্থী চুরান্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার এহেছানুল হায়দার চৌধুরী বাবুল ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি কামাল উদ্দিন আহমেদ, মেয়র বশির উদ্দিন খান, আ’লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ও আহছান হাবিব চৌধুরী।