এম অারফাত হোসাইন (রাউজান নিউজ) ♦
রাউজান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বুলুর মৃত্যু। চট্টগ্রামের রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকতার আলম বুলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্নালিল্লাহে…রাজেউন) মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৫৫ বছর। শনিবার (১৫ ডিসেম্বর) রাত ৯ টা ৪০ মিনিটের সময় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যু বরণ করেন।
জানা যায়, ইউনিয়ন পরিষদের কাজ শেষে রাত ৭টার দিকে তিনি বাড়ি যান। হঠাৎ অসুস্থতা অনুভব হলে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে রাউজান ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু জানান,
আজ সারাদিন একসাথে ছিলাম। সকালেও আমরা নির্বাচনের পথসভা করেছি। সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের কাজ সমাপ্ত করে বাড়ি গিয়েছিল।
হঠাৎ জানতে পারলাম তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এসেই শুনি তিনি মারা গেছেন।
এদিকে তার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে শতশত নেতাকর্মী হাসপাতালে তাকে দেখতে আসে। সেসময় হাসপাতালে এক হৃদয় বিদারক মুহুর্তের সৃষ্টি হয়।
মৃত্যুর আগে তিনি স্ত্রী, ৪ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আগামীকাল রবিবার দুপুর ২টায় নামাজে জানাজা শেষে পারিবারিক
কবরস্থানে দাফন করা হবে।
Add comment