প্রদীপ শীল.(রাউজান নিউজ)🌏 রাউজান আওয়ামীলীগের সম্মেলন বাস্তবায়ন কমিটির আপ্যায়ন উপ কমিটির সভা অনুষ্ঠিত। রাউজান উপজেলা আওয়ামীলীগের সম্মেলন বাস্তবায়ন কমিটির আপ্যায়ন উপ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে মুন্সির ঘাটাস্থ আওয়ামীলীগ কার্যালয়ে আহবায়ক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য স্বপন দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্টিত হয়।সদস্য সচিব রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু’র পরিচালনায় প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেনসম্মেলন প্রস্তুতি সদস্য আওয়ামীলীগ নেতা নায়েম উদ্দিন চৌধুরী, বাবুল মিয়া মেম্বার, কমিটির সদস্য উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, কমিটির সদস্য পৌর কাউন্সিলর জেবুর নেছা, পৌর কাউন্সিলর জন্নাতুল ফেরদৌস ডলি, কাউন্সিলর নাছিমা আক্তার প্রমূখ। আহবায়ক স্বপন দাশ গুপ্ত জানান, সম্মেলনে পাঁচ হাজার লোকের জন্য আপ্যায়নের ব্যবস্থা নেয়া হয়েছে। থাকবে পর্যাপ্ত বিশুদ্ধ খাওয়ার পানি। সচির ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু জানান, সম্মেলনে কেউ অভুক্ত থাকবে না। অতিথিদের জন্য রুচিশীল নাস্তাসহ নানা মেনু তৈয়ারীর কাজ চলছে। তিনি জানান অর্ধশত কর্মী অাপ্যায়নের কাজে নিয়োজিত থাকবে।
You may also like
রাউজান প্রেসক্লাবের বর্ষ পঞ্জিকার মোড়ক উন্মোচন
রাউজান নিউজ ডেক্স : চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের ২০২১ খ্রিষ্টীয় বর্ষের পঞ্জিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী প্রধান অতিথি...
রাউজান পৌরসভা নির্বাচন : নৌকা প্রতিক পেতে দলীয় কার্যালয় থেকে ৪ জনের ফরম সংগ্রহ, ৩ জনের জমাদান
মীর আসলাম (রাউজান নিউজ): রাউজান পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে নামার প্রত্যাশায় দলের চার নেতা আওয়ামী লীগের দলিয় কার্যালয় থেকে মেয়র পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ২৫ জানুয়ারি সোমবার পর্যন্ত ফরম...
রাউজানে ধুলো ঢাকা আম গাছে মুকুলের হাসি
মীর আসলাম (রাউজান নিউজ): রাউজানের শহীদ জাফর সড়কের জানি পাথর এলাকা থেকে বৃক্ষবানুপুর পর্যন্ত সড়কের দুপাশে সারি সারি আম গাছ। এসময়ে ধুলায় ঢেকে থাকা এসব গাছে এখন হাসছে আমের মুকুল। ২০১৭ সালে এসব গাছের চারা গাছ রোপন করেছিলেন...
Add comment