প্রদীপ শীল (রাউজান নিউজ)🔴 রাউজানে ৪০ লিটার মদসহ এক ব্যাক্তি গ্রেপ্তার।
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দক্ষিণ রাউজান পাহাড়তলী থেকে ৪০ লিটার পাহাড়ী চোলাই মদ সহ মো. আলমগীর (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । সে রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানার হামিদের ঘাট এলাকার জেটিঘাট বাড়ির মৃত আব্দুল হামিদের পুত্র। ৩০ জুলাই মঙ্গলবার ভোরে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের কাতাল পীর শাহ্ মাজারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।
রাউজান থানার সেকেন্ড অফিসার মো.নুরনবী জানান, মাদক বিরোধী অভিযান চলাকালে এক গোপন সংবাদের ভিত্তিতে মদ ব্যবসায়ী মোঃ আলমগীরকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী ইউনিয়নের কাতাল পীর শাহ মাজারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বস্তা ভর্তি ৪০ লিটার পাহাড়ী চোলাই মদ উদ্ধার করা হয় ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে ।
রাউজান নিউজ🔹আমির হামজা🔹বার্তা বিভাগ
Add comment