রাউজান ব্যুরো ♦ রাউজানে ৩ গুনিকে সংবর্ধনা। রাউজানে সংবর্ধনা পেলেন তিন গুনি ব্যাক্তি।গত মঙ্গলবার দুপুরে এয়াছিন্নগরের সামাজিক সংগঠন বনফুল ক্লাব আদর্শ স্কুল ময়দানে এ সংবর্ধনার অায়োজন করেন।তিন গুনিজন হলেন তিনবারের নির্বাচিত উপজেলা
চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার বাবুল,দক্ষিন কোরিয়া থেকে সর্বোচ্চ ডিগ্রী অর্জন কারী এলাকার বাসিন্দা ড.মুহাম্মদ মুবিনুল ইসলাম ও উপজেলার সেরা প্রিন্সিফাল কৃষিবিদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
আলোচনা সভা হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলামের সভাপতিত্তে অনুষ্টিত হয়। নুরুল আবছারের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যাপক ড.নূ ক ম আকবর হোসেন।
বক্তব্য রাখেন রাজনীতিক জিয়াউল হক চৌধুরী সুমন,প্রধান শিক্ষক তপন কুমার মহাজন,ক্লাবের উপদেষ্টা মীর মুহাম্মদ জুয়েল উদ্দিন, সভাপতি আব্দু রাজ্জাক।উপস্তিত ছিলেন আওয়ামীলীগ নেতা এস এম বাবর, মুক্তিযোদ্বা আব্দুল কুদ্দুছ মাষ্টার,আলহাজ্জ মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তাখান আল আযহারী,আবরার ইয়াছিন তৌকি,সাংবাদিক এম বেলাল উদ্দিন,ব্যাবসায়ী আলহাজ্জ ইসমাইল সওদাগর,যুবলীগ নেতা তসলিম উদ্দিন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী,ক্লাব কর্মকর্তা মুহাম্মদ ইউছুপ,মুহাম্মদ মুন্না,ইকবাল সিকদার,মুহাম্মদ জাবেদ,শফিউল বশর নয়ন,মুহাম্মদ সাজ্জাদ হোসেন,নাজিম উদ্দিন শাহিন,সাইফুল ইসলাম,প্রবাসি ইউছুপ,তসলিম উদ্দিন প্রমুখ।পরে অতিথি বৃন্দ তিন গুনি সহ এলাকা বাসির জন্য মোনাজাত করেন।
রাউজান নিউজ/অামির হামজা, বার্তা বিভাগ
Add comment