আমীর হামজা (রাউজান নিউজ) ঃ
রাউজানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে উপজেলার ৩শত অসহায় ভিডিপি সদস্য/সদস্যাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা চত্বরে এ ত্রাণ সামগ্রী বিতলন করা হয়। এ সময় প্রধান অতিথি টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী, আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভাঃপ্রাঃ) মো. মোছলেহ উদ্দিন ফারুখ এর সঞ্চালনায় সভাপতিত্¦ করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগের।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সার্কেল অ্যাডজুট্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম সার্কেল অ্যাডজুট্যান্ট মো আমির হোসেন, রাউজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, তারেক মুহাম্মদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোরশেদসহ রাউজান উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। সরকারী নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন রাউজানের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে অত্যান্ত সুশৃঙ্খলভাবে ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।
Add comment