এম বেলাল উদ্দিন (রাউজান নিউজ) ♦
রাউজানে ১১২বছরের হাজী মালেকের ইন্তেকাল,নামাজে জানাযা সম্পন্ন। রাউজান হলদিয়া ইউপির সাবেক মেম্বার আহমদ ছাফার পিতা ১১২ বছর বয়সি আলহাজ্জ আব্দুল মালেক আজ মঙ্গলবার সকাল ৬ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজিউন।
তিনি ৪ছেলে,৪মেয়ে,নাতি,নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।বার্ধ্যক্ষ রোগে আক্রান্ত হাজী আব্দুল মালেকের নামাজে জানাযা মঙ্গলবার হলদিয়া রুস্তমশাহ জামে মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্টিত হয়।এতে নামাজে জানাযার ইমামতি করেন বেতাগী দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ(মু.জি.আ)।জানাযায় বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহন করেন।
Add comment