মো:হাবিবুর রহমান.রাউজান নিউজ: রাউজানে ১১দিনব্যাপী অভিধর্ম পাঠ ও বুদ্ধ শাসন পূজা অনুষ্ঠিত। রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালি গ্রামের ধম্ম বিজয়ারাম বিহারে ১৪তম পরিভোগ জাদীর বাৎসরিক পূজা উপলক্ষে ১১দিনব্যাপী পূর্ণাঙ্গ অভিধর্ম পাঠ ও বুদ্ধ শাসন পূজা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে সমাপনী মহাসংঘদান অনুষ্ঠানসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১১দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উ পঞঞা তিলোক মহাথেরো, উ পঞঞা চক্ক মহাথেরো, উ গুণবর্ধনা পঞঞা মহাথেরো, কান্তি পঞঞা মহাথেরো, ভদন্ত সুমঙ্গল থেরো।
অনুষ্ঠানে বিভিন্ন বিহারের ভিক্ষু সংঘ, উপাসক, উপাসিকাবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২৫ ডিসেম্বর থেকে ১১দিনব্যাপী পূর্ণাঙ্গ অভিধর্ম পাঠ, নতুন বছরের আগমন উপলক্ষে সকল সত্ত্বের মঙ্গল কামনায় ত্রিরত্নের সমীপে অন্তরায় বিনাশকারী পূজা, হাজার তৈল প্রদীপ প্রজ্জ্বলন, বুদ্ধ ও অরহৎ ধাতু প্রদর্শন, পূজা এবং বুহ্যচক্র মেলা, মহাসংঘদান ও পুণ্যদান এবং দেশনাসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমপ্তি ঘটে।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment