নিজস্ব প্রতিবেদকঃ
“রাউজানে হিজরী নববর্ষকে স্বাগত জানিয়ে
র্যালী আলোচনা ও মোনাজাত অনুষ্টিত”
চট্টগ্রামের রাউজান হলদিয়া ইউনিয়নের আমিরহাট বাজারে হিজরী নববর্ষ ১৪৪১ কে স্বাগত জানিয়ে র্যালী আলোচনা ও মোনাজাত অনুষ্টিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় র্যালিটি সর্তার পশ্চিম কুলের রহমানিয়া এবাদত খানা হতে শুরু হয়ে সর্তা ব্রীজ দিয়ে দোস্ত মুহাম্মদ সড়ক এবং আমিরহাট বাজার ও ডাবুয়ার অংশবিশেষ প্রদক্ষিণ শেষে হযরত এয়াছিনশাহ (রহঃ) তোরণের সামনে গিয়ে শেষ হয়।
এতে স্থানীয় আলেম ওলামা, মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্র সহ স্থানীয় জনসাধারন যোগদেন। এটি আয়োজন করেন পবিত্র মাসিক বারাভী শরীফ, খতমে খাজেগান ও দশদিন ব্যাপি শোহাদায়ে কারবালা মাহফিল বাস্তবায়ন কমিটি।
র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দশদিন ব্যাপি শোহাদায়ে কারবালা মাহফিলের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন। এতে মোনাজাত পরিচালনা করেন উত্তর সর্তা গাউছিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা ওসমান গনী ক্বাদেরী।
র্যালীতে অংশগ্রহন করেন, খতমে খাজেগান পরিচালক মৌলানা মুহাম্মদ এয়াছিন
ভান্ডারী, মাওলানা মো. আব্দুল আজিজ, হাফেজ মাওলানা ইউনুছ, মাওলানা আব্দুল মালেক,
আলহাজ্ব সোলায়মান চৌধুরী, হাফেজ ওমর ফারুক, হাফেজ মাওলানা ফরিদ,শোহাদায়ে
কারবালা মাহফিলের আহব্বায়ক মাওলানা তাজ মুহাম্মদ রেজভী, সাবেক সচিব মাওলানা
মোজাম্মেল হোসাইন, শায়ের ওসমান গনী ক্বাদেরী, সৈয়দ কপিল উদ্দিন, মাওলানা কুতুব
উদ্দিন, শোহাদায়ে কারবালা মাহফিলের সচিব মোহাম্মদ জাবেদ, মুহাম্মদ মুবিন,
মুহাম্মদ হাসান, মুহাম্মদ বোরহান, মৌলানা হাফেজ তারেক, আব্দুর রহমান, মো.ওসমান রেজভী, লাইনম্যান সরোয়ার, নঈমুল হক, ইরফানুল হক,মোহাম্মদ আলী, মুজিবুল বশর
সাজ্জাদ, ব্যাবসায়ী মো. আনিছ, আলমগীর প্রমুখ।
রাউজান নিউজ. আমির হামজা.বার্তা বিভাগ
Add comment