অামির হামজা (রাউজান নিউজ)♦
রাউজানে হামলার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ”
চট্টগ্রামের রাউজান উপজেলায় গতকাল বুধবার রাউজান উপজেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ মোজাম্মেল হকের ওপর একদল অনুসারীদের নৃশংস হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছেন রাউজান উপজেলা অা’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা।
মিছিলটি দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি, এসময় রাস্তা অবরোধ করে রাখেন তারা। কয়েকটি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ নেতাকর্মীরা। এসময় সড়ক প্রায় একঘন্টা অবরোধ করে রাখেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও মোতায়েন অাছেন, অবরোধের কারণে ঐ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের প্রভাবে অল্প সময়ের জন্য চট্টগ্রাম-রাঙামাটি রোডে যানজট সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানাগেছে, অা’লীগ নেতা মোজাম্মাল হক বাড়ি অাসার পথে তাকে অাটক করে রাউজানের মুনরিয়া যুব তবলীগের সমর্থকরা তার ওপর হামলা করেন বলে জানাগেছে। এর ঘটনায় রাতে রাউজান মোহাম্মাদ পুর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করে।
সড়ক অবরোধ ও মিছিল পরবর্তী সমাবেশে এই হামলার ঘটনা সুষ্ঠ তদন্ত করে হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবি করা হয়। এই শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র বশির উদ্দিন খান, আ’লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, চেয়ারম্যান প্রিয়তোষ, চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরীসহ হাজারও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment