মীর আসলাম (রাউজান নিউজ):
রাউজানের হলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেখল হয়ে যাওয়া প্রায় অর্ধকোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে।
৮ নভেম্বর (রবিবার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ উপস্থিত থেকে এই উদ্ধার অভিযান শুরু করেন। এসময় উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক হাঁতুড়ি সাপাল দিয়ে দখলদারের পাকা দেয়া ভেঙ্গে ফেলে । ভেঙ্গে দেয়া হয় বাড়ির ভিতর তৈরী করা একটি লম্বা টিন সেট ঘর। নির্বাহী ম্যজিষ্ট্রেট জোনায়েদ কবির রাউজান নিউজকে বলেন জবরদখল করা সম্পত্তির বর্তমান বাজার মূল্য ৪৮ লাখ মত। প্রথম দিনের উদ্ধার অভিযান সন্ধ্যায় শেষ হলেও দখলে রাখা বাকি সম্পত্তি উদ্ধার অভিযান অব্যাহত রাখা হবে। ভিতরে থাকা সরকারি জমিতে নির্মাণ করা একটি পাকা ও একটি মাটির ঘরের আংশিকও ভাঙ্গা হবে। সরকারি সম্পত্তি উদ্ধারে কোনো ধরণের ছাড় দেয়া হবে না।
তিনি জানান দখলদারদের স্থাপনা স্ব-উদ্যোগে ভেঙ্গে নিতে এক মাসের বেশি সময় দেয়া হয়েছিল। তারা সরকারি জায়গার দখল ছাড়তে বিভিন্ন অজুহাতে কালক্ষেপন করায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
জানা যায় মোহাম্মদ রফিক ও মোহাম্মদ ফরিদ নামের দুই প্রবাসী দুই যুগেও বেশি সময় আগে হলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশে থাকা ২২ শত পরিত্যাক্ত সরকারি জমি জবরদখল করে পাকা দেয়াল দিয়ে ঘেরাও করে রাখে। ভিতরে নির্মাণ করে পাকাঘর।
Add comment