অামির হামজা (রাউজান নিউজ)♦ রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, রাউজানে গত (৬-মার্চ) সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালক মফিজুর রহমানের পরিবারের হাতে গত (১৩-মার্চ) আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। হযরত মৌওলানা হাসান আলী বাড়ির এলাকাবাসী ও প্রবাসী পক্ষ থেকে ৬৪ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আবু জাফর মোহাম্মদ রাশেদ, সিরাজুল ইসলাম সাইফুল, লোকমান হোসেন মিন্টু, সাজ্জাদ আমিন রনি, মোহাম্মদ রাব্বান, মোহাম্মদ আজিম, সারাফাত উল্লাহ, শাকিব সহ প্রমুখ।
রাউজান নিউজ/অামির হামজা, বার্তা বিভাগ
Add comment