অামির হামজা (রাউজান নিউজ) ♦ রাউজানে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর অাহত এক।চট্টগ্রামের রাউজানে কাপ্তাই সড়কের পাহাড়তলী বাজারে কালো ব্রিজ এলাকায় মোটর সাইকেল ও টমটমের সংঘর্ষে গুরুত্বর অাহত হন জুয়েল দাশ (৩৫)। সেই ৯নং পাহাড়তলী ইউনিয়নের দাশ পাড়া গ্রামের মিলন দাশের পুত্র।
(৮-এপ্রিল) সোমবার রাত সাড়ে ৯ টার সময় কাপ্তাই রোডে এই ঘটনাটি ঘটে।
জানাগেছে, অাশেপাশে থেকে লোকজন ছুটে গিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে, গ্রাম থেকে শহরে যাওয়ার পথে টমটমের ব্রেক কনট্রল করতে না পেরে তার মোটর সাইকেলে পিছন দিক থেকে ধাক্ষা দেয় এতে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুত্বর অাহত হয়। এই ঘটনায় টমটম চালকের পরিচয় মিলেনি।
রাউজান নিউজ/অামির হামজা, বার্তা বিভাগ
Add comment