অামির হামজা (রাউজান নিউজ) ♦
রাউজানে সড়ক দুর্ঘটনায় অাহত ৫। চট্টগ্রামের রাউজানে উপজেলার বদুপাড়া সম্মুখে অাজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার যাত্রীবাহী সিএনজির সঙ্গে অপর সিএনজির মুখোমুখি সংঘর্ষে হলে ৫জন গুরুত্বর অাহত হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, কাপ্তাই-সড়কের উদ্দেশ্য ছেড়ে অাসা সিএনজির সাথে শহর গামী সিএনজির সঙ্গে সংঘর্ষ হয় এতে বেশ কয়েক জন গুরুত্বর অাহত হয়। তবে তাৎক্ষণিক তাঁদের কোনো পরিচয় পাওয়া যায়নি।
Add comment