মোঃ হাবিবুর রহমান.রাউজান নিউজ: রাউজানে সূর্যমূখী সংসদের উদ্যোগে ৩৪তম জশনে রাহমাতুল্লীল আলামীন (সা.) মাহফিল অনুষ্ঠিত।
গহিরার ঐতিহ্যবাহী মৌলভী বাড়ির সূর্যমূখী সংসদের উদ্যোগে ৩৪তম আজিমুশশান নুরানী জশনে রাহমাতুল্লীল আলামীন (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন ঢাকা মিরপুরস্থ মনিপুর বাইতুর রওশন জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা মুফতি এহছানুল হক জেহাদী মাজাদ্দেদী।
গহিরা মৌলভী বাড়ি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ আকবর ক্বাদেরীর সভাপতিত্বে বিশেষ অলোচক ছিলেন হাটহাজারী মফিদুল ইসলাম ফাজিল মাদরাসার আরভী প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, বোয়ালখালী গোমদন্ডী ইসলামিয়া আলিম মাদরাসার আরভী প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা সরোয়ার কামাল আল ক্বাদেরী।
মিলাদ-কিয়াম পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ ফারুক হোসাইন। এম.এ আউয়ালের সঞ্চলনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহাব, রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মুহাম্মদ ইকবাল, রাউজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. রাশেদ, ব্যাংকার কাজী মো. ফোরকান, সূর্যমূখী সংসদের সভাপতি কাজী মো. নুরুল আজিজ, ডাক্তার সাইদুল আলম রাজিব, এনামুল কবির, কাজী ফরহাদ প্রমূখ।
(রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ.আপনার সংবাদ জানাতে –০১৫৫৯-৬৩৩০৮০)
Add comment