অামির হামজা (রাউজান নিউজ)♦
রাউজানে সাড়ে ৩লাখ টাকার ৫টি গরু মৃত্যু”
চট্টগ্রামের রাউজান উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের জয়নগর বড়ুয়া পাড়া গ্রামের এক পরিবারের প্রায় সাড়ে ৩লাখ টাকা মূল্যের পাঁচটি গরু মারা গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
গরুর মালিক শামশুল অালম (৫২) সেই রাউজান উপজেলার ৭নং ইউনিয়নের অাব্দুর রহমান চৌধুরী বাড়ি মৃত আলহাজ্ব ফারুক আহমেদ পুত্র। সেই কদলপুর জয়নগর গ্রামের এসে স্থানীয় একটি পাহাড়ী এলাকায় কৃষি কাজ সহ এসব গরু ছাগল লালন-পালন করেন। বর্তমানে গরু গুলো হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি গরু গুলো এলাকার কিছূ মানুষের কাছ থেকে টাকা নিয়ে লালন-পালন করে, তিনি জানান, বর্তমানে এখন পথের ফকির, এতো গুলো মানুষের টাকা পরিশোধ করা তাঁর পক্ষে অার সম্ভাব নয়।
গরু মালিক বলেন, দুপুরে গরু গুলোকে প্রতিদিনের মত খাবার দেওয়া হয়, বৃহস্পতিবার সুস্থ্য সবল পশুগুলো ভুষিও ঘাস খাওয়ার কিছু সময়ের মধ্যেই পশুগুলো কাপতে কাপতে মৃত্যুর কোলে ঢলেপড়ে। এসময় ৭টি গরু থেকে ৫টি গরু মূহতে মধ্য মারা যান, পরে বিষয়টি খবর পেলে স্থানীয় ইউপি মেম্বার নাছের উদ্দিন উপজেলা প্রাণী সম্পদ বিভাগে বিষয়টি জানান, তাঁর ও গরুর মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালকের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় একটি গরু তাঁরা চিকিৎসা করে রক্ষা করতে সক্ষম হয়।
এবিষয়ে সহকারি প্রাণিসম্পদ অধিদপ্তরের ডা, কাওয়াসার জানান, খাদ্যার সাথে মাত্রা অতিরিক্ত ইউরিয়া সার দেওয়া গরু মৃত্যু হয়েছে।
গরুর মালিক শামশুল অালম এর কাছে ইউরিয়া সার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অামার গরু গুলো’কে অামি ভূষি ও ঘাস ছাড়া অন্য কোনো খাবার অামি ব্যবহার করি না, তবে এটা হওয়ার ফিছনে কোনো রহস্যময় অাছে বলে ধারনা করা হচ্ছে। তিনি বলেন ‘যা হয়েছে ওপর একজন দেখছেন’ বিচার সেই করবে’। তবে এলাকার সবার সাথে অামার সু-সম্পর্ক অাছে।
রাউজান নিউজ/অামির হামজা, বার্তা বিভাগ
Add comment