অামির হামজা (রাউজান নিউজ) ♦
রাউজানে শেষ হলো প্রচার-প্রচারণা: কে হচ্ছে সংসদসদস্য। চট্টগ্রামের রাউজান-৬ অাসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। টানা ১৯ দিন বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে চষে বেরিয়েছেন প্রার্থীরা। এখন অপেক্ষা ভোটের। প্রার্থী ও ভোটারদের এই অপেক্ষা করতে হবে টানা দুই দিন।
রোববার সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। কোনও বিরতিহীন ছাড়া চলবে বিকাল ৪টা পর্যন্ত ভোটের উৎসব। ভোট শেষ হলে সাধারণ মানুষের ভোট দিয়ে নির্বাচীত করবেন আগামী পাঁচ বছরের জন্য নতুন এমপি। যদিও শুরু থেকে রাউজানে নৌকা জন্য সারা রাউজানে মহা ধুম-ধামে ঢাক, ঢোল পিটিয়ে প্রচারণা চালিয়েছেন মহাজোটের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। সারা রাউজানে নৌকা মার্কায় ফজলে করিম এ জন্য ভোট চেয়ে গড়ে তুলছেন নৌকার গণজোয়ার। মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি, রাউজান সকল ভোটারদের মন জয় করেছেন ফজলে করিম চৌধুরী।
পাশাপাশি ধানের শীর্ষ প্রার্থী জসিম সিকদার তিনিও সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছিল, হাতপাখা নিয়ে লড়ছেন ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আলী তিনিও কিছূ এলাকায় ভোট চেয়ে তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণা করে ছিল।
কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলে জানাগেছে, ধানের শীর্ষ ও হাতপাখা প্রার্থীরা অাগে এলাকায় কোন সময় দেখাযায়নি তাঁরা এলাকার কোন উন্নয়ন করেনাই, তাই তারা ব্যর্থ হয়েছে মানুষের মন জয়ে। অামরা চাই যোগ্যপ্রার্থী যে রাউজানের উন্নয়ন করেছেন, অামাদের ভোট হবে উন্নয়নের পক্ষে।
এদিকে, একাদশ সংসদ নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে রিটার্নিং কর্মকতা কার্যালয়ে গচ্ছিত আছে যাবতীয় নির্বাচনী সামগ্রী। শনিবার ভোটের সব কিছূ চলে যাবে নির্বাচনী সব কেন্দ্রে।
Add comment