নিজস্ব প্রতিবেদক.রাউজান নিউজ: রাউজানে শীতার্থদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ। চট্টগ্রামের রাউজানে ১ হাজার নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নোয়াপাড়া ইউনিয়নের শেখ কামাল কমপ্লেক্স মাঠে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করে রাউজান উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়াত উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ বাবুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তরুণ রাজনীতিক ও রাউজান উপজেলা অাওয়ামীলীগের সদস্য ফারাজ করিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাফর অাহমদ, নোয়াপাড়া ইউনিয়ন অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্ত্তী। উপস্থিত ছিলেন অাওয়ামীলীগনেতা জাহাঙ্গীর সিকদার, তাফসির অাহমদ বাবুল, ইউপি সদস্য এসএম হাফিজুর রহমান, সেকান্দর হোসেন, সুশিল দাশ প্রমুখ।
Add comment