আমির হামজা.রাউজান নিউজ: রাউজানে শীতার্ত মানুষের দ্বারে দ্বারে কম্বল নিয়ে ছুটছেন ইউএনও জোনায়েদ। সারাদেশের পাশাপাশি রাউজানেও জেঁকে বসেছে প্রচণ্ড শীত। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন রাউজান উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ। প্রচণ্ড শীতে জুবুথুবু যখন সারাদেশের জনজীবনে তখনি রাউজানে শুক্রবার গভীর রাতে রাউজান সদর এলাকার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় মানুষের শরীরে নিজেই কম্বল মুড়িয়ে দিয়েছেন তিনি।
গত বুধবার থেকেই হঠাৎ করে অতিরিক্ত শৈত্যপ্রবাহ শুরু হলে অসহায় মানুষদের কথা চিন্তা করে কম্বল নিয়ে তিনি বেরিয়ে পড়েন সেই। গভীর রাতে আকস্মিকভাবে কম্বল পেয়ে অসহায় মানুষগুলোও উচ্ছ্বসিত হয়ে উঠে।
এসময় ইউএনও রাউজান নিউজ বলেন, প্রচণ্ড শীতে অসহায় মানুষের গায়ে একটি কম্বল মুড়িয়ে দিতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। মানুষ হিসেবে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব বলে আমি মনে করি। যার কারণে প্রচণ্ড শীতে আমি ঘরে বসে থাকতে পারিনি। নেমে পড়েছি কম্বল নিয়ে। এটাই প্রতিটি মানুষের কর্তব্য বলে আমি মনে করি। সবাই সাধারণ মানুষের পাশে থেকেই সহযোগিতা করতে বলেন তিনি।
Add comment