এম.আরফাত হোসাইন (রাউজান নিউজ)♦ রাউজানে শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষক নিয়ে অবহিতকরণ কর্মশালা। রাউজানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম ইউনিটের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, জন্মবিরতীকরণ, নিরাপদ মাতৃত্ব ও ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরীর সঞ্চালনায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, চট্টগ্রাম পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক সুব্রত কুমার চৌধুরী, ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি প্রোগাম ম্যানেজার শিখা দাশ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার চাকমা।
রাউজান নিউজ/অামির হামজা, বার্তা বিভাগ
Add comment