এম.আরফাত হোসাইন (রাউজান নিউজ)♦
রাউজানে লেলাংগারার পেয়ারুর ২ টি কিডনীই নষ্ট”
রাউজানে বিনাজুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লেলাংগারা গ্রামের গুরু মিয়া মুন্সি বাড়ির মো. পেয়ারুর ২ টি কিডনীই ড্যামেজ (নষ্ট) হয়ে গেছে। গত ৬ মাস আগে তার ২ টি কিডনীই একসাথে ড্যামেজ হয়ে যায়। যার কারণে মৃত্যুর সাথে যুদ্ধে করে লড়ে যাচ্ছে পেয়ারু (৪৫)। ডাক্তার বলেছেন পেয়ারুকে সুস্থ হতে হলে প্রয়োজন ১৫ লক্ষ টাকা। যেতে হবে বিদেশে চিকিৎসার জন্য। পেয়ারু ওই গ্রামের মৃত শামসুল আলমের পুত্র। ৩ মেয়ে ও ১ ছেলের জনক মো. পেয়ারুর সংসার এখন হুমকির মুখে। পরিবারের একমাত্র উপার্জনকারীর অসুস্থতায় অসহায় হয়ে পড়েছে তার পুরো পরিবার।
তার শারীরিক অবস্থার খবর তার নিতে তার কাছে যান বিনাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও রাউজান দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু ছৈয়্যদ মো. আলমগীর (মুন্সি)। এসময় তিনি তাকে নগদ অর্থ প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, গ্রামের সর্দার মো. রফিক, জাফর আহমদ, রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, মো. শফি, মো. বাবু, মেহেরাজ, আনিসুল ইসলাম, নিউটন, রানা, মনির, মারুফ প্রমূখ।
অসুস্থ পেয়ারুকে সুস্থ করতে আসুন সাহায্যের হাত বাড়িয়ে দিই।
তাকে সাহায্য করার জন্য…
০১৮১৩-৬৯৮৪১৮
(বিকাশ পার্সোনাল)
রাউজান নিউজ/অামির হামজা, বার্তা বিভাগ
Add comment