রাউজান নিউজ ডেস্কঃ
সনাতনী ধর্মাবলম্বীদের আসন্ন মনসা পূজা উপলক্ষ করে দক্ষিণ রাউজানে ঐতিহ্যবাহি লাম্বুহাটে আজ (১৪ আগস্ট ) জমজমাট পাঠা ছাগলের বাজার বসে।
কর্ণফুলী নদীর পাড়ে এ বাজারে রাউজানের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার ক্রেতার সমাগম ঘটে।
ছাগলের দাম নিয়ে ক্রেতাদের কোন অভিযোগ নাই। অনেক ক্রেতা জানান গতবারের চেয়ে এবার ছাগলের মূল্য হাতের নাগালে রয়েছে।
৬০/৬৫ হাজার টাকা দামের পাঠা গুলো ক্রেতাদের নজর কাড়ছে।
স্থানীয় চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া রাউজান নিউজ কে বলেন লাম্বুরহাট শতবর্ষীয় একটি বাজার, ধারাবাহিক ভাবে প্রতি বছরের ন্যায় এবারও পাঠা ছাগলে বাজারের আয়োজন করাহয়। বৃষ্টির কথা মাতায় রেখে ২টি বিশাল প্যান্ডেল করা হয়।
স্থানীয় স্বেচ্ছা সেবকলীগ নেতা সম্রাট দেবনাথ বলেন গতবছরের তুলনায় এবার ছাগল বিক্রি পরিমাণ বেশি।
Add comment