অামির হামজা (রাউজান নিউজ) ♦
রাউজানে র্যাব ও পুলিশের অভিযান”
চট্টগ্রামের রাউজানে নোয়াপাড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় র্যাব ও পুশিশের বিশেষ অভিযান চালিয়ে ৫’শ লিটার পাহাড়ী মদ, ৪ কেজি গাজাঁ ও নগদ ১৫ হাজার টাকা সহ দুই মাদক বিক্রেতা’কে অাটক করেছে র্যাব ও পুলিশ।
চট্টগ্রাম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭, ও রাউজান নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি একটি বিশেষ অভিযাত্রিক দল গত মঙ্গলবার রাতে মোহাম্মদ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মদ, গাজাঁসহ দুই পেশাদার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত হচ্ছে, আবদুর রহমান প্রকাশ আকাশ (২৬) আবির মালাকার (২১)।
এসময় তাদের কাছ থেকে ৫’শ লিটার মদ ৪ কেজি গাজাঁ সহ নগদ টাকা উদ্ধার করে র্যাব।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, অাটককৃত ঐ দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্বে র্যাব -৭ এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহাদাৎ হোসেন নিজে বাদী হয়ে রাউজান থানায একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলে জানাগেছে । গত বুধবার ঐ দুই মাদক ব্যবসায়ীকে রাউজান থানা পুলিশ আদালতে সোর্পদ করে বলে পুলিশ জানায়।
Add comment