অামির হামজা (রাউজান নিউজ) ♦
রাউজানে রাত ১০টার পর মাইক ও সাউন্ড ব্যবহারে নিষেধাজ্ঞা”
চট্টগ্রামের রাউজানে রাত ৮টা থেকে ১০টার পর সব ধরনের অনুষ্ঠানে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার নিষিদ্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
গত বৃহস্পতিবার দুপুরে রাউজান উপজেলা পরিষদের হল পাঙ্গানে মাইক ও সাউন্ড সিস্টেম প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে এক মতবিনিময় অালোচনায় এসব নির্দেশনা প্রদাণ করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনের এ নিদের্শনায় সন্তোষ প্রকাশ করেছেন রাউজানের সর্বস্তরের জনসাধারণ।
Add comment