এম অারফাত হোসাইন (রাউজান নিউজ) ♦
মোহাম্মদপুর স্মার্ট চ্যালেঞ্জার্স’র ডায়েরী বিতরণ। রাউজান মোহাম্মদপুরের সামাজিক সংগঠন স্মার্ট চ্যালেঞ্জার্স’র ব্যবস্থাপনায় চারটি শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীদের মাঝে ডায়েরী বিতরণ করা হয়েছে। ছিদ্দিক সারাং ফাউন্ডেশনের পরিচালক গোলাম মামুন জাবু ও দানবীর আব্দুল ওয়াজেদ সোহেলের সৌজন্যে মোহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদরাসা, মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম রাউজান সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই ডায়েরী বিতরণ করা হয়। এই উপলক্ষে বুধবার সকালে মাদরাসা মিলনায়তনে সংগঠনের আয়োজনে ডায়েরী বিতরণ উৎসব-১৮ অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু, মোহাম্মদপুর মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মুসলেহ্ উদ্দিন মুহম্মদ বদরুল, ছিদ্দিক সারাং ফাউন্ডেশনের পরিচালক গোলাম মামুন জাবু, দানবীর আব্দুল ওয়াজেদ সোহেল, মঙ্গলখালী বিদ্যালয়ের সভাপতি সারজু মো. নাছের, মোহাম্মদপুর বিদ্যালয়ের সভাপতি শওকত হোসেন, পশ্চিম রাউজান বিদ্যালয়ের সভাপতি মো.জহির উদ্দিন, মো.আবদুস সালাম, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সংগঠনের সভাপতি শাহনেওয়াজ, সম্পাদক রবিউল হাসান রবি, এম.এ সাইয়িদ জনি, একে রাজ বাবলু, মো. ইউসুফ, হায়দার ওয়াহেদ, রিদোয়ানুল আমিনসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
Add comment