আমির হামজা.রাউজান নিউজ: রাউজানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু। চট্টগ্রামের রাউজান উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছে। (২৩-ডিসেম্বর) রাত নয়টার দিকে হাফেজ বজলুর রহমান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সজীব মুৎসুদ্দি(২১)। সেই ৯নং পাহাড়তলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের, মহামুনি গ্রামের সত্যজিৎ মুৎসুদ্দির ছেলে।
স্থানীয় লোকজন জানায়, রাতে ব্যক্তিগত কাজে নিহত যুবক মোটরসাইকেল নিয়ে রাঙ্গুনিয়া উপজেলার রামগতির হাট যান। ঐ খান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যান। ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এবিষয়ে চুয়েট পুলিশ ফাঁড়িতে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুলিশ সদস্য মিঠুন বিষয়টি নিশ্চিত করে বলতে পারেনি। তবে স্থানীয় চেয়ারম্যান মো: রোকন উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় সজীব মুৎসুদ্দি নামে একজনের মৃত্যু হয়েছে। সেই সাবেক ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পাহাড়তলী ইউনিয়ন ছাত্রলীগের অর্থ-সম্পাদকের দায়িত্ব পালনে ছিলেন।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment