অামির হামজা (রাউজান নিউজ)♦ রাউজানে মোটরসাইকেল ও ভ্যান সংঘর্ষে আহত-১।চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মোটরসাইকেল ও প্যাডেল চালিত ভ্যান গাড়ির সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮ টার সময় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহ আমানত কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় গুরুত্বর অাহত ব্যক্তির নাম কাউছার উদ্দিন লিটন (৪০)। সেই উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসমত আলী চৌধুরী বাড়ির মৃত মুফিজুর রহমানের পুত্র।
এবিষয়ে, তার সহকর্মী নুরুল আবছার বলেন, লিটন মোটরসাইকেল চালিয়ে পথেরহাট হতে ব্রাহ্মণহাটের দিকে যাওয়ার সময় অপরদিক থেকে অাসা প্যাডেল চালিত ভ্যান গাড়ির সাথে সংঘর্ষ হলে সে গাড়ি থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে।
এমতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা অংশক জনক হওয়া ঐ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেনন।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ জাবেদ মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment