মোঃ হাবিবুর রহমান ও অামির হামজা (রাউজান নিউজ)♦ রাউজানে মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য আটক। চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌরসভার জলিল নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় চোরাইকৃত হিরো গ্লামার মোটরসাইকেল জব্দ করা হয়। অাটককৃত চোর সদস্যের নাম মো. রবিউল হোসেন চৌধধুরী রিটু (২৫)। সেই রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর গ্রামের এয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির মৃত এনামুল হক চৌধুরীর পুত্র।
এই বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার নুর নবী বলেন, বিশেষ অভিযানে রাঙ্গুনিয়া থেকে চোরাইকৃত মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় জলিলনগর সিএমবি ব্রীজ এক চোরকে আটক করা হয়। সোমবার দুপুরে ধৃত ওই চোরচক্রের সদস্যের বিরুদ্ধে থানায় মামলা রুজু শেষে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment