মো:হাবিবুর রহমান. রাউজান নিউজ:
“রাউজানে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন”
চট্টগ্রামের রাউজানে মঞ্জু মিয়া (৫৭) নামে এক ব্যক্তিকে শ্লীতাহানির মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর ঘটনায় সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মঞ্জু মিয়ার ঘরে সংবাদ সম্মলেনে মঞ্জু মিয়ার পরিবারের সদস্যরা মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর বিষয়টি তুলে ধরনে।
হাজত বন্দি মঞ্জু মিয়ার স্ত্রী ও তার সন্তানরা অভিযোগ করেন প্রতিবেশি আবু জাফর গংদের সাথে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল বেশ কয়েক বছর থেকে। এই নিয়ে পাল্টাপাল্টি মামলা চলমান আছে আদালতে। প্রতিপক্ষরা মঞ্জু মিয়ার পরিবারকে চাপে রাখতে অপর এক প্রতিবেশির স্কুল পড়ুয়া মেয়েকে ভিকটিম সাজিয়ে মঞ্জু মিয়ার নামে মিথ্যা মামলা করেছেন।
সাংবাদ সম্মেলনে মঞ্জু মিয়ার পরিবার দাবি করেন শ্লীলতাহানির অভিযোগকারী পরিবারকে মোটা অংকে আর্থিক প্রলোভনে ফেলে জাফর গং নিরহ স্কুল ছাত্রীকে গিনিপিক বানিয়েছে।
মঞ্জু মিয়ার স্ত্রী সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বলেন, ২৯ সেপ্টেম্বর মঞ্জু মিয়া ওই ছাত্রীর শ্লীলতাহানি করেছে বলে প্রতিপক্ষরা দাবি করলেও ৪ অক্টোবর কেন মামলা করা হলো। ঘটনাটি কেনই বা জানল না পাড়া প্রতিবেশীরা। তিনি প্রকৃত ঘটনা তদন্তে আদালত ও সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
উল্লেখ্য যে, থানায় দায়ের করা মামলার আসামী হিসাবে মঞ্জু মিয়া আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মঞ্জু মিয়া স্ত্রী হালিমা বেগম, মঞ্জু মিয়ার ভাই নুরুল আলম, মঞ্জু মিয়ার কনিষ্ট পুত্র নেজাম উদ্দিন, মঞ্জু মিয়ার শ্যালক আবুল কালামসহ পাড়ার বেশ কয়েকজন নারী পুরুষ।
**আপনার যেকোনো সংবাদ ও বিজ্ঞাপন রাউজান নিউজে প্রচার করতে আমাদের বার্তা সম্পাদক-আমির হামজা সাথে য়োগাযোগ করতে পারেন-০১৫৫৯-৬৩৩০৮০*বার্তা সম্পাদক আমির হামজা***
Add comment