রাউজান ব্যুরো ♦ রাউজানে মাদ্রাসা ছাত্র শহীদ নঈমুদ্দিনের ৯ম শাহাদৎ বার্ষিকী পালিত। রাউজানের মাদ্রাসা ছাত্র শহীদ নঈমুদ্দিনের ৯ম শাহাদৎ বার্ষিকী যথাযত মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের কবর হলদিয়া ইউনিয়নের উত্তরসর্তা দমদমা মাদ্রাসা সংলগ্ন কবরাস্থানে পবিত্র খতমে কোরআন, জেয়ারত, মিলাদ ও মোনাজাত গতকাল বুধবার সকালে অনুষ্টিত হয়।
এতে মোনাজাত পরিচালনা করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন মাইজভান্ডারী।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা,রাউজান উপজেলা (উত্তর) ও হলদিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে পৃথক পৃথকভাবে কবরে পুস্পঞ্জলি প্রদান করা হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হলদিয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্জ মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকীর নেতৃত্বে কবরে ফুল প্রদানের সময় উপস্থিত ছিলেন ছাত্রসেনার পক্ষে জিয়া ফারহান, সৈয়দ জিয়াউল কাদের, সোহেল সিকদার, গিয়াস উদ্দিন, সাকিব উদ্দিন, মুহাম্মদ ফাহিম, মুহাম্মদ সাব্বির উদ্দিন, মাওলানা হাসান আলী, মাওলানা মোতালেব, মাওলানা নাসির, মাওলানা শহিদুল্লাহ ভান্ডারী প্রমুখ।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment