মোঃ হাবিবুর রহমান (রাউজান নিউজ)♦ রাউজানে মাদক বিরোধী অভিযানে পুলিশসহ আহত ৮। চট্টগ্রামের রাউজানে মাদক বিরোধী এক অভিযানে পুলিশসহ ৮ জন আহত হয়েছে। গত শনিবার ভোর ৫টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নে মাদক সম্রাট নিজাম উদ্দিনের ঘরে অভিযান পরিচালনাকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাদক মজুদের গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী ইউনিয়নের খান পাড়া এলকার মালেক সওদাগরের বাড়ির আব্দুল মালেকের পুত্র ও মাদক সম্রাট নিজাম উদ্দিনের বসতঘরে বিরোধী অভিযানে গেলে মাদক সম্রাট নিজাম উদ্দিন ঘরের চালে উঠে পুলিশের উপর হামলা চালায়।
এসময় তিন পুলিশ সদস্য আহত হন। এসময় অাহতরা হলেন আমানুল হক, মিঠু কুমার, নুর মোহাম্মদ। পুলিশ পাল্টা গুলি চালিয়ে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালে মাদক সম্রাট নিজাম উদ্দিনের পরিবারের সদস্যরা এসময় আহত হন। তারা হলেন ফারুক, জোনায়েদ, কাশেম, নাছির, মাবেয়া খাতুন সুমি ও সিরাতুন নেসা। আহদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের গ্রেফতার করেছে পুলিশ।
এই প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার নুর নবী বলেন, চুয়েট পুলিশ ফাঁড়ি গোপন সংবাদে জানতে পেরে মাদক সম্রাট নিজাম উদ্দিনের বসতঘরে মাদক মজুদ করা হয়েছে। পরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপর হামলা চালায়। পুলিশ পাল্টা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের ৩ পুলিশ সদস্যসহ ৮জন আহত হয়েছেন। মাদক সম্রাট নাজিম উদ্দিন ৮টি মাদক মামলার তালিকুভুক্ত আসামী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিন।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment