নিজস্ব প্রতিবেদক ♦
রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির দ্বি- বার্ষিক সম্মেলন অনু্ষ্ঠিত”
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ৩নং চিকদাইর ইউনিয়ন শাখা ২ এর দ্বি- বার্ষিক সম্মেলন ২৩ ফেব্রুয়ারি শনিবার চিকদাইর মাইজভাণ্ডারী দরবার শরীফে অনু্ষ্ঠিত হয়।
এতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২ এর সভাপতি মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক তৌফিকুল রফিদ মাসুমের সঞ্চালনায় দ্বি- বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনু্ষ্ঠিত হয়।
দ্বি- বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সভাপতি মোঃ জাকের হোসেন মাষ্টার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাছ উদ্দিন মানিক । বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য ও রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম, জাহাঈীর আলম মাষ্টার, সহ সাধারণ সম্পাদক রাশেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান সফি, অর্থ সম্পাদক মোরশেদুল আলম, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, তানভীর আকবর চৌধুরী ।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি রোকন ফারুকী, মোঃ নুরুন্নবী, সাহাবু উদ্দিন, জাহাঈীর আলম, রমজান আলী, মিনকু, জাকের হোসেন টিটু, মঈনুদ্দীন মানিক প্রমূখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সভাপতি মোঃ জাকের মাষ্টারের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনু্ষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে সকলের সর্বসম্মতিক্রমে মোঃ রোকন ফারুকিকে সভাপতি, পুরানায় আবু মোঃ আক্কাছ উদ্দিন মানিককে সাধারণ সম্পাদক ও জাহাঈীর আলমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩৯ সদস্য বিশিষ্ট মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর ইউনিয়ন শাখা ২ এর কমিটি গঠন করা হয়।
Add comment