অামির হামজা, (রাউজান নিউজ)♦ রাউজানে মরা গরু গোস্তা কৌশলে বিক্রি করতে গিয়ে ধরা। চট্টগ্রামের রাউজান সদর ইউনিয়নের পাল পাড়ায় অসুস্থ হয়ে মারা যাওয়া একটি গর্ভবতি গরু জবাই করে হোটেল ব্যবসায়ীর কাছে বিক্রি চেষ্টার অভিযোগে ভ্রম্যমান আদলত জড়িত দুই ব্যক্তি এক মাস করে কারাদণ্ড প্রদান করেছে।
গতকাল বুধবার সকালে স্থানীয় লোকজনের কাছে ঘটনা জানতে পেরে এই অভিযানে যায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। তিনি ঘটনাস্থলে গিয়ে মরা গরুটি জবাই করে মাংস নেয়ার প্রমান পান।
স্থানীয়রা জানায় পালপাড়ার মৃত কৃষ্ণপালের পুত্র বিশ্বজিৎ পালের গর্ভবতি গরুটি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলে তিনি স্থানীয় একজন কসাই ডেকে গরুটি জবাই করে দেয়। একই সাথে এই গরুর মাংস বিক্রি করতে ডেকে আনে ডাবুয়া ইউনিয়নের বাসেক আহমদের পুত্র মোহাম্মদ দুলালকে। দুই জনের চুক্তি হয় ২০ হাজার টাকায় মাংস নিয়ে যাবে।
এই খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে যায়। ঘটনাস্থল থেকে গরু মাংস ক্রেতা বিক্রেতা দুজনকে আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে যায়। পরে ভ্রম্যমান আদালতের বিবেচনায় এই অপরাধের জন্য দুজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। পরে মরা গরুটি মাটি চাপা দেয়া হয়েছে।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment