মীর আসলাম (রাউজান নিউজ):
রাউজানে হাটবাজার ও রাস্তাঘাটে মানুষ মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মেনে গরু জবাই ও মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২০ জনকে সর্বমোট ২৮ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার দপুরে এই অভিযান চালান রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
জানা যায়, এদিন অভিযান চলে ফকিরহাট ও রাঙ্গামাটি সড়কের মুন্সিরঘাটায়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ৭ জনকে জরিমানা করেছি। পথচারী, ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সতর্ক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
Add comment