মোঃ হাবিবুর রহমান (রাউজান নিউজ) ♦
রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে বেকারী সিলগালা। রাউজানে একটি বেকারী সিলগালা ও ৪ জনকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে মায়ের দোয়া নামের বেকারীতে অভিযান চালানো হয়।
দ-প্রাপ্তরা হলেন, মো. সজিব (২২), মো. ইকবার (১৯), মো. ফাহিম (২১) ও মো. সুজন (২৮)। দ-প্রাপ্তদের মধ্যে সুজন নামের একজন কুমিল্লা জেলার, বাকীরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।
উপজেলা প্রাশাসন সূত্র মতে, বেকারী জাতীয় খাদ্য প্রস্তুতকারী কারখানায় অভিযান পরিচালনায় বিএস.টি.আই এর অনুমোদন বিহীন, কোন ধরনের ছাড়পত্র বিহীন কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পঁচা ডিম পোড়াতেল, নকল ডালডা, মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় গুড়ো করে তৈরি করা হচ্ছে কেক, বিস্কুটসহ নানা ধরনের খাদ্য।
ওই প্রতিষ্ঠানের ম্যানেজারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ম্যানেজার সজিব (২২) কে ১ বছরের বিনাশ্রম করাদ-, ইকবাল (১৯), মো. ফাহিম (২১), ও মো. সুজন (২৮)কে ১ মাস করে বিনাশ্রম করাদ- প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসনে রেজা বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অভিয়ানে মায়ের দোয়া বেকারী সিলগালা ও ৪জনকে কারাদ- প্রদান করা হয়েছে।’
Add comment