অামির হামজা (রাউজান নিউজ) ♦
রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান গরু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা।চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে সোমবাজ্জ্যাহাটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মোঃ আবুল হোসেন নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গত শনিবারে এই অভিযান নেতৃত্বে দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা ও সহকারি কমিশনার (ভুমি) জোনায়েদ কবির সোহাগের।
জানা যায়, গরু ব্যবসায়ী এলাকায় গরু বিক্রির খামার করে পার্শ্ববর্তী দুটি ছড়া খালে গরুর ময়লা বর্জ্য ফেলে দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি করেছিল স্থানীয় এলাকাটি। প্রতিদিন বর্জ্য ফেলার কারণে ওই এলাকার হরনাথ ছড়া খাল, ভোমর ঢালা খাল ভরাট হয়ে যায়, এতে বর্ষা মৌসমে পানি চলাচলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এবং পানি চলাচলে সমস্যা দেখাযায়।
স্থানীয়দের অভিযোগ পেয়ে ওই অভিযান পরিচালনা করা হয় বলে রাউজান উপজেলার প্রশাসন সূত্রে জানা যায়।
Add comment