অামির হামজা (রাউজান নিউজ) ♦ রাউজানে ভন্ড পীর বাবা ‘ছোটন শাহ্’ গ্রেফতার।চট্টগ্রামের রাউজানে এক ভন্ড পীর বাবাকে আটক করেছেন স্থানীয় জনতা। গত সোমবার রাত সাড়ে ১০ টার সময় নিজ বাড়ি থেকে এই ভন্ড পীর বাবাকে আটক করা হয়।
সেই রাউজান উপজেলার ৮নং কদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোল্লা পাড়া গ্রামের মো: শফির ছেলে ছৈয়্যদ মো. ছোটন শাহ।
তিনি ২০১৭ সালে (২১-সেপ্টেম্বর) দিবাগত রাতে ছাগলের নাড়ি-ভুড়ি নিজের পেটের সাথে বেধে বড় অলি হওয়ার স্বপ্ন দেখেন। এক পর্যায়ে ঘটনাটি নাটকীয়তা প্রমাণ হলে এলাকার লোকজন খবর দেন থানা পুলিশকে। কিন্তু সাধারণ মানুষ ও পুলিশ পরে বুঝতে পারেন এসব তার ভন্ডামী।
পরে পুলিশ এসে তাকে আটক করে হাসপাতালে নিয়েগেলে সেখানে প্রমাণ হয় কোন অলৌকিক ঘটনা নয় ,এটি সাধারণ মানুষকে ধোকা দিতে তার পেটে নাড়ি-ভুড়ি পেটে বেঁধে একটি নাটক করছিলেন।
সুত্রে, ওই সময় তার সাজা হলে কিছু দিন কারাগারে থাকার পর তিনি জেল থেকে বাহির হয়ে অবস্থান করেন চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাতা. জানা গেছে সেই হাটহাজারী উপজেরায় বসে আবারোও এসব ভন্ডামী করে যান। পাশাপাশি রাতে চুরি করে তার নিজ বাড়ি কদরপুরে আসতেন, ও ভন্ডামী শুরু করতেন।
এক পর্যায়ে এলাকার লোকজন জানতে পারেন সেই বাড়িতে আছনে পরে স্থানীয় চেয়ারম্যানকে বলা হলে তিনি গ্রাম পুলিশ দিয়ে কৌশলে বাড়ি থেকে গত (২০-মে-১০১৯) তারিখে রাতে পের আটক করা হয়। ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চেয়ারম্যান তছলিম উদ্দিন ।
এই রিপোর্ট লিখা পযন্ত ভন্ড পীর ছোটন শাহকে কদরপুর ইউনিয়ন পরিষদে আটক করে রাখা হয়েছে । রাউজান থানায় এবিষয়ে খবর দেওয়া হয়েছে। এদিকে গত পাঁচ দিনে আরোও তিন ভন্ড কবিরাজকে আটক করা হয়েছে।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment