মোঃ হাবিবুর রহমান (রাউজান নিউজ)🔴
“রাউজানে বিয়ে বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে ডেকোরেটার্সকর্মীর মৃত্যু”
চট্টগ্রামের রাউজানে বিয়ে বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুল হালিম (৩০) নামে এক ডেকোরেটার্সকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া
এলাকার মুফতি অলি উল্লাহ শাহ (রা.)’ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী আব্দুল শুক্কুর জানিয়েছেন, ওই এলাকার মো. সেকান্দারের ছেলে মো.পারভেজ বিয়ের মেহেদী অনুষ্ঠানে কাজ করতে গিয়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুৎবাহী তার লাগানোর সময় বিদ্যুতায়িত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হসপিটালে নেয়ার সময় পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুল হালিম উপজেলার ডাবুয়া ইউনিয়নের আরব নগর এলকার ৭ নম্বর ওয়ার্ডের ফজল আহমেদ’র ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দল ছাত্তার বলেন, নিহত আব্দুল হালিম ইলেক্ট্রিক মিস্ত্রি নয়, ছেড়া তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে যায় বলে জেনেছি। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ বলেন, ‘মেহেদী অনুষ্ঠানে ছিড়ে যাওয়া তার লাগানোর সময় ডেকোরেটার্সকর্মীর মৃত্যু হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত আব্দুল হালিমের রিফাত (৭) ও রিয়াদ (৭) নামে দুই পুত্র সন্তান রয়েছে বলে জানা গেছে।
রাউজান নিউজ. আমির হামজা.বার্তা বিভাগ
Add comment