অামির হামজা (রাউজান নিউজ) ♦
রাউজানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন”
চট্টগ্রামের রাউজান উপজেলার অন্যতম ব্যস্ততম এলাকা মুন্সিরঘাটায় একটি বিল্ডিংএ আগুন লেগেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভবণে অাগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন অাগুন নিভিয়ে অানতে সক্ষম হয়।
গতকাল রোববার সকালে আগুন লাগার ঘটনাটি ঘটে দারুল ইসলাম কামিল মাদ্রাসার কাছাকাছি জাফরের ভবনে।
রাউজান ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানাগেছে, অামরা অাগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে অাগেই স্থানীয় লোকজন অাগুন নিয়ন্ত্রণে নিয়ে অাসেন,
জানাগেছে, পুরাতন বিল্ডিংটির কাজ করতে বিল্ডিংটি ছট দিয়ে মোড়ানো ছিল। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ছটে আগুন ধরে গেলে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিভিয়ে অানতে সক্ষম হয়।
Add comment