অামির হামজা, (রাউজান নিউজ)♦ রাউজানে বাস-ট্রাক মুখমুখি সংঘর্ষে অাহত-১০।চট্টগ্রাম-রাউজান কাপ্তাই মহাসড়কে গঙ্গা মন্দিরের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক যাত্রী সহ অন্তত ১০জন আহত হয়েছে। গত ২১ মার্চ বৃহস্পতিবার
রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম শহর থেকে অাসা বাস ও অপরদিক থেকে অাসা একটি ট্রাক দ্রুতগতি বাঁক কাটতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বাসটির সামনের দিকে আঘাত করে। এতে গাড়ী দুটি দুমড়ে মুছড়ে যায়। জনাযায় দুই গাড়ীর চালক সহ ১০ জন মত আহত হয়েছে। তাৎক্ষনিক আহতদের পরিচয় নেয়া সম্ভব হয়নি।
আহতদের মধ্যে ২জন গুরুত্বর বলে জানাগেছে। তার মধ্যে বাস ড্রাইবার অবস্থা আশংকা জনক বলে ধারনা করছে প্রত্যক্ষদর্শীরা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ জাবেদ মিয়া ঘটনাস্থলে পৌছেঁ গাড়ী দুটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তিনি অারোও বলেন আহতদের ব্যাপারে খবর নেয়া হচ্ছে। তবে শেষখবর পাওয়া পর্যন্ত কেউ নিহত হয়নি।
রাউজান নিউজ/অামির হামজা, বার্তা বিভাগ
Add comment