আমির হামজা. (রাউজান নিউজ):
রাউজানে বাঘাবাড়ির নকল ঘি কারখানায় ইউএনও অভিযান : আটক-১
চট্টগ্রামের রাউজানে একটি ভাড়া বাসায় বসে
রাসায়নিক দ্রব্য মিশিয়ে ঘি তৈরি করছিল এক লোক। আবার তৈরি করা ওই নকল ঘি কৌটার মোড়কে লিখছিল দামি আর উন্নত মানের বাঘাবাড়ির ঘি! উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নের, ঊনসত্তর পাড়া এলাকার একটি বাড়া বাড়িতে অভিযান চালিয়ে এই নকল ঘি তৈরির কারখানার সন্ধান পায় ইউএনও।
আজ (৩-নভেম্বর) রোববার বিকালের দিকে স্থানীয় জনপ্রতিনিধি সহ এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ। এ অভিযান পরিচালনার সময় নকল ঘি কারখানায় খাঁটি বাঘা বাড়ির ও রাজধানী সহ বিভিন্ন নামি-দামী উন্নত প্রতিষ্ঠানের লেভেল যুক্ত ৫০০ লিটার ভেজাল ঘি, অনেক গুলো খালি কৌটা ও ঘি তৈরির উপকরণ জব্দ করা হলে পরে সবার সামনে ধ্বংস করা হয়।
নিবার্হী অফিসার জুনায়েদ কবির সোহাগ বলেন, ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে কয়েকটি নামি-দামি ব্রান্ডের লোগো লাগানো ভেজাল ঘি উদ্ধার করি।
আটককৃত ঘি ব্যবসায়ী মোঃ বাবুল (৩৪) তার বাড়ি বরিশালের সেই বিগত দুই বছর ধরে এসব নকল ভেজাল ঘি মধ্যে মোড়ক লাগিয়ে বাজারজাত করে আসছিল।
এ সময় উপস্থিত ছিলেন, পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রোকন উদ্দিন, ইউপি সদস্য, হাজী আমির হোসেন, মোঃ কামরুল ইসলাম, রাউজান উপজেলা ছাত্রলীগ (দক্ষিণ) এর সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, যুবলীগ নেতা. মোঃ ইমরান খান, ছাত্রলীগ নেতা মোঃ মনির।
(রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ.আপনার সংবাদ জানাতে –০১৫৫৯-৬৩৩০৮০)
Add comment