অামির হামজা, (রাউজান নিউজ)♦ রাউজানে বাইক ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন। চট্টগ্রামের রাউজানে কাপ্তাই-সড়কে বাইক ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে তিন জন অাহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে, গতকাল বৃহস্পতিবার (২৭-জুন) আনুমানিক বিকাল ৩টায় কাপ্তাই-সড়কের রাউজান পাওয়ার প্লান্ট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনার স্বীকার একই পরিবারের ৩জন।
জানা যায়, নোয়াপাড়া কমিনিটি সেন্টার থেকে বিবাহের অনুষ্ঠান শেষ করে সিএনজি করে বাড়ীর উদ্দশ্যে রওনা হয়, মোঃ অাবদুল অদুধ (৫০) নাঈম মনি (২০) পিংকি (১)।
কিন্তু রাউজান পাওয়ার প্লান্ট সংলগ্ন এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে অপরদিক থেকে অাসা মোটরবাইক গাড়ী যাত্রীবাহী সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অাহত হয় একই পরবিবারে তিন জন সদস্যা। অাহত দের বাড়ী ৮নং কদলপুর ইউনিয়নের মানচি পাড়া এলাকায়।
অাহতের এক অাত্বীয় মোঃ অাজম জানান, বাইক ও সিএনজি গাড়ীর সামনা-সামনী সংঘর্ষের ফলে এতে তাঁরা গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরবর্তী সময় স্থানীয় লোকজনের সহযোগীতায় আহত তিনকে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment