মো:হাবিবুর রহমান.রাউজান নিউজ:রাউজানে বদলী, পদোন্নতি ও অবসর প্রাপ্ত ৯ অফিসারকে বিদায় সংবর্ধনা। চট্টগ্রামের রাউজানে বদলী, পদোন্নতি ও অবসরপ্রাপ্ত দুই পুলিশ সদস্যসহ ৯ অফিসারকে বিদায় সংবর্ধনা দিয়েছে অফিসার্স ক্লাব রাউজান।
বুধবার রাত সাড়ে ১০টায় রাউজান উপজেলা শিল্পকলা একাডেমীতে এ সংবর্ধনা দেয়া হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিকসন চৌধুরীর সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ, পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
সংবর্ধিত অতিথি ও বিদায়ী অফিসার হলেন এডিল্যান্ড মানুন আহমেদ অনিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন চৌধুরী, কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২’র জেনারেল ম্যানেজার একেএম শামসুদ্দিন চৌধুরী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিদর্শী চাকমা, রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নুর নবী, উপপরিদর্শক সাইমুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস, উপজেলা সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিক। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, সাবেক উপজেলা প্রকৌশলী কামাল উদ্দিন, বর্তমান প্রকৌশলী আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই-জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, বন কর্মকর্তা আবদুর রশিদ, রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্র্তা আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগ নেতা এস.এম বাবর, সাংবাদিক মো. হাবিবুর রহমান প্রমূখ।
বার্তা সম্পাদক.আমির হামজা
Add comment