আমির হামজা (রাউজান নিউজ)🔴 রাউজানে বজ্রপাতে আগুনে পুড়েছে ৯টি বসতঘর।চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বজ্রপাতে সৃষ্ট আগুনে
পুড়ে গেছে অনন্ত ৯টি বসতঘর। গত মঙ্গলবার (১৪-অাগস্ট) রাত ২.৩০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত অরবিন্দু বড়–য়ার ৩ পুত্র মৃদুল বড়–য়া, বকুল বড়–য়া, সুকল বড়–য়া, মৃত সুভাংশু বড়–য়ার ২পুত্র স্বপন বড়–য়া, তপন বড়–য়া, মৃত রূপেশ বড়–য়ার ৩ পুত্র সুমন বড়–য়া, রাজন বড়–য়া, মোহন বড়–য়া ও যুগেন্দ্র লাল বড়–য়ার পুত্র বিদ্যুৎ বড়–য়ার বসতঘর।
ক্ষতিগ্রস্তরা বলেছেন রাতে বজ্রপাত থেকে
বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়। এই আগুন দ্রুত ছড়িয়ে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ বলেছেন, ৯টি পরিবারের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় অন্তত ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
জানা যায় ঘটনার সংবাদ পেয়ে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী স্থানীয় চেয়ারম্যানকে দুর্গতদের সাহার্য্যরে নিদেশ দেন। সাংসদের পক্ষে প্রত্যেক পরিবারে ১ বস্তা চাল, কম্বল ও নগদটাকা প্রদান করা হয়েছে বলে চেয়ারম্যান জানাংয়। এই বিষয়ে জানতে চাইলে রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশারাফুল আশরাফ বলেন, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি।
রাউজান নিউজ.আমির হামজা.বার্তা বিভাগ
Add comment