অামির হামজা (রাউজান নিউজ)♦ রাউজানে বজ্রপাতের তান্ডব! চট্টগ্রামের রাউজান পৌর এলাকার গহিরায় বজ্রপাতে একটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গতকাল (৯-জুন) বেলা ১১টার দিকে বজ্রপাতের এই ঘটনাটি ঘটে উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকায়।
স্থানীয় লোকজন জানান, রাউজান সকালে হালকা বৃষ্টি শুরু হলে সাথে বজ্রপাত শুরু হয়। হঠাৎ বজ্রপাতের তান্ডব শুরু হলে ঐ এলাকার বেশকিছূ ঘর বাড়ি ক্ষতি হয়। এছাড়াও লোকজন এসময় আতঙ্কিত হয়ে পড়ে।
এসময় বজ্রপাত আঘাত করে স্থানীয় দিদারুল আলমের আঙ্গিনায়। এখানে থাকা ডিস লাইন ক্ষতবিক্ষত হয়ে আগুন পাত সৃষ্টি হয়। আগুনে আশেপাশের থাকা গাছপালা ও সবজি বাগান পুড়ে যায়। এছড়া কয়েকটি পরিবারের টিভি, ফ্রিজ ও বাল্ব নষ্ট হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী দিদারুল আলম জানান, তাদের ডিস লাইনে বজ্রপাতের আঘাতে আগুনের সূত্রপাত হয়ে টিভি, ফ্রিজ, বৈদুতিক বাল্ব নষ্ট হয়ে যায়। তিনি অারো বলেন, বাড়ির আঙ্গিনায় রোপিত বাগান বজ্রপাতের আঘাতে সৃষ্টি হওয়া আগুনে পুড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রাউজান নিউজ/অামির হামজা.বার্তা বিভাগ
Add comment