নিজস্ব সংবাদদাতাঃ রাউজানে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত।
রাউজান হলদিয়া উত্তরসর্তা লস্কর উজির বাড়ী জামে মসজিদে খতমে কোরআন দোয়া মোনাজাত অনুষ্টিত হয়। এতে শরিক হন উত্তরসর্তা দরগাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ নিজাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রেয়াজ মঞ্জুরুল হক,মোঃ সরোয়ার,মুঃ বেদার,নুর আলম,মোঃ নুরুল আবছার,মোঃ ইউনুচ প্রমুখ। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুর রহমান।
রাউজান নিউজ.আমির হামজা.বার্ত্ বিভাগ
Add comment